বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ১৭ জন পদত্যাগ করেছেন।রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।
জানা গেছে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের মোট ১৭ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর। এ বিষয়ে জানতে চাইলে কে এম নূর আহমদ বলেন, “আমি পদত্যাগকারীদের তালিকা তৈরি করছি। পরবর্তীতে জানাতে পারবো কারা পদত্যাগ করেছেন।”
সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি আমার গবেষণা ও শিক্ষার্থীদের সময় দিতে চাই। তাই পদত্যাগপত্র জমা দিয়েছি।”
এর আগে গত ৭ মার্চ পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম।