অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৭৮ শতাংশ, গ্রামাঞ্চলে চাপ বেশি


বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৭৮ শতাংশ, গ্রামাঞ্চলে চাপ বেশি।

বাংলাদেশে পাঁচ মাস পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামগ্রিক মূল্যস্ফীতি আবার বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, সার্বিক মূল্যস্ফীতির সঙ্গে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার।তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার অপরিবর্তিত রয়েছে। এদিকে, শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির চাপ বেশি দেখা গেছে পরিসংখ্যানে।

পরিসংখ্যানে দেখা যায়, ফেব্রুয়ারিতে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।জানুয়ারিতে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ। ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিলো ৮ দশমিক ১৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে এই হার ছিলো ৯ দশমিক ৯৮ শতাংশ। গত বছরের আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশের ওপরে উঠেছিলো। গত ১১ বছর ৯ মাসে (১৪৪ মাস) মূল্যস্ফীতির এই হার ছিলো সর্বোচ্চ।

২০১১ সালের মে মাসে, মূল্যস্ফীতির সর্বোচ্চ হার ছিলো ১০ দশমিক ২০ শতাংশ। ২০২২ সালের আগস্ট মাসের পর, মুদ্রাস্ফীতির হার কমতে শুরু করে। চলতি বছরের জানুয়ারিতে তা কমে ৮ দশমিক ৫৭ শতাংশে দাঁড়ায়।

সর্বশেষ মূল্যস্ফীতির হিসাব অনুযায়ী, শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির চাপ বেশি।ফেব্রুয়ারিতে শহরাঞ্চলে সামগ্রিক মূল্যস্ফীতির হার ছিলো ৮ দশমিক ৭৫ শতাংশ; গ্রামাঞ্চলে এই হার ৮ দশমিক ৮০ শতাংশ গণনা করা হয়। সামগ্রিক মূল্যস্ফীতির পাশাপাশি, খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার বেশি দেখা গেছে।

XS
SM
MD
LG