অ্যাকসেসিবিলিটি লিংক

তেল কোম্পানি সৌদি আরামকো ২০২২ সালে ১৬১ বিলিয়ন ডলার মুনাফা করেছে


সৌদি আরামকোর লোগো। ১২ অক্টোবর, ২০১৯। ফাইল ছবি।
সৌদি আরামকোর লোগো। ১২ অক্টোবর, ২০১৯। ফাইল ছবি।

বড় তেল কোম্পানি সৌদি আরামকো রবিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, অপরিশোধিত তেলের উচ্চতর মূল্যের কারণে গত বছর তাদের ১৬ হাজার ১০০ কোটি ডলার মুনাফা হয়েছে। এটি সৌদি আরবের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি জ্বালানি সংস্থার রেকর্ড মুনাফা।

কোম্পানির ২০২১ সালের ১১০ বিলিয়ন ডলারের তুলনায় এর লাভ বৃদ্ধি পেয়েছে ৪৬ দশমিক ৫ শতাংশ। ২০২০ সালে এটি ৪৯ বিলিয়ন ডলার আয় করে। সে সময় কোম্পানিটি বিশ্ব করোনা ভাইরাস মহামারী লকডাউন, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং তেলের দাম অল্প সময়ের জন্য শূন্যের নিচে নেমে যাওয়ায় সবচেয়ে খারাপ অবস্থার মুখোমুখি হয়েছিল।

আরামকো তাদের অপরিশোধিত তেলের উৎপাদন ২০২২ সালে ছিল প্রতিদিন প্রায় ১১.৫ মিলিয়ন ব্যারেল। তারা বলেছিল তারা এই উৎপাদন ২০২৭ সালের মধ্যে প্রতিদিন ১৩ মিলিয়ন ব্যারেলে পৌঁছানোর আশা করছে।

সেই উৎপাদন বাড়াতে এটি বৃহৎ প্রকল্পগুলোতে এই বছর সাড়ে ৫৫ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে।

তেলের এই উচ্চমূল্য সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে আরও অবনতি ঘটায়। ইরানের সাথে উত্তেজনার প্রেক্ষিতে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে ঐতিহ্যগতভাবে নিরাপত্তা নিশ্চয়তাকারী সৌদি আরব। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে সৌদি আরব বলেছিল, বাইডেন প্রশাসন ওপেক এবং রাশিয়াসহ মিত্রদের একটি সিদ্ধান্ত বিলম্বিত করতে চেয়েছিল যাতে ভোটারদের জন্য তেলের দাম কম রাখা যায়।

সৌদি সরকার এখনো ঐ ফার্মের বেশিরভাগ শেয়ারের মালিক। সৌদি আরামকো প্রকাশ্যে ২০১৯ সালের শেষের দিকে তাদের মূল্যের একটি স্লিভার তালিকাভুক্ত করেছে।

আরামকো সোমবার একটি বিস্তারিত আয় প্রতিবেদন প্রকাশ করবে।

XS
SM
MD
LG