অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপন-কে স্বাগত জানায় বাংলাদেশ: ড. মোমেন


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন যে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পদক্ষেপকে স্বাগত জানায়। রবিবার (১২ মার্চ) তিনি গণমাধ্যমকে তিনি একথা বলেন।

আব্দুল মোমেন বলেন, “আমরা বিশ্বাস করি যে এটি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে অবদান রাখবে, স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতির জন্য টেকসই ও স্থিতিশীল দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে।”

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আলোচনাকে সহজতর এবং সফল অগ্রগতির দিকে পরিচালিত করতে; চীন, ইরাক এবং ওমান-এর ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ।”

ইরান ও সৌদি আরব শুক্রবার সাত বছরের উত্তেজনার পর, কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে।

XS
SM
MD
LG