অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বিক্রির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক আরও কড়া করছেন প্রেসিডেন্ট বাইডেন


ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কে বয়েজ এন্ড গার্লস ক্লাব অফ ওয়েস্ট সান গ্যাব্রিয়েল ভ্যালিতে বন্দুক সহিংসতা কমানোর প্রচেষ্টার বিষয়ে কথা বলার পরে ব্র্যান্ডন সে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হাত মেলাচ্ছেন। ১৪ মার্চ, ২০২৩।
ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কে বয়েজ এন্ড গার্লস ক্লাব অফ ওয়েস্ট সান গ্যাব্রিয়েল ভ্যালিতে বন্দুক সহিংসতা কমানোর প্রচেষ্টার বিষয়ে কথা বলার পরে ব্র্যান্ডন সে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হাত মেলাচ্ছেন। ১৪ মার্চ, ২০২৩।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করেছেন। এই আদেশের অধীনে ফেডারেল এজেন্সিগুলোকে একটি দ্বিদলীয় বন্দুক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ বাড়ানোর নির্দেশ দেয়া হয়। এটি তিনি নয় মাস আগে স্বাক্ষর করেছিলেন। এটিতে বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের ওপর কড়াকড়ি আরোপ করা হয় এবং সম্ভাব্য বিপজ্জনক ব্যক্তির কাছ থেকে অস্থায়ীভাবে বন্দুক অপসারণের অনুমতি দেয় এমন নিয়মগুলোকে শক্তিশালী করা হয়।

দ্য 2022 সেফার কম্যুনিটিজ অ্যাক্ট ২১ বছরের কম বয়সী ক্রেতাদের জন্য ব্যাকগ্রাউন্ড যাচাই কঠোর করে এবং আন্তঃরাজ্য বন্দুক পাচারের বিরুদ্ধে অবস্থান নেয়। এটি তথাকথিত রেড ফ্ল্যাগ আইন তৈরি এবং বাস্তবায়নের উদ্দেশ্যে রাজ্যগুলোর জন্য ফেডারেল তহবিলের ব্যবস্থা করে। এর ফলে অভিযুক্ত নির্যাতনকারীরা আগ্নেয়াস্ত্র কেনা থেকে বাধাপ্রাপ্ত হবে। এই আইনের অধীনে সহিংসতা হস্তক্ষেপ কর্মসূচি এবং মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলোর জন্য আরও ফেডারেল তহবিল সরবরাহ করা হবে।

বাইডেন ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কের এক বক্তৃতায় বন্দুক সহিংসতা রোধে তার সর্বশেষ প্রচেষ্টার কথা বলেন। সেখানে ২১ জানুয়ারি চন্দ্র নববর্ষ উদযাপনের সময় একজন বন্দুকধারী একটি নাচের হলে গুলি চালায়। এতে ১১ জন নিহত এবং ৯ জন আহত হয়।

কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির আমেরিকান রাজনীতির সহযোগী অধ্যাপক ম্যাট ল্যাকম্ব বলেছেন, বাইডেন যে এ বিষয়টি নিয়ে এগিয়ে চলেছেন, তা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত পরিবর্তিত রাজনীতির কথা বলে।

অন্যান্য শিল্পোন্নত দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের কিছু দুর্বল আগ্নেয়াস্ত্র আইন রয়েছে। বিশ্বের সর্বাধিক বন্দুক রয়েছে যুক্তরাষ্ট্রে ৩৯০ মিলিয়ন বা মাথাপিছু ১ দশমিক ২টি বন্দুক। প্রতি বছর বন্দুক সহিংসতায় প্রায় ৪৩ হাজার, প্রতিদিন গড়ে ১১৬ জনের বেশি আমেরিকান মারা যায়।

XS
SM
MD
LG