অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বিভিন্ন স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু


বাংলাদেশে বিভিন্ন স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে শরীয়তপুরে ২ জন, যশোরের ঝিকরগাছায় ১ জন কিশোর এবং কিশোরগঞ্জে ১ জন কাঠমিস্ত্রির মৃত্যু হয়।

শরীয়তপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শরীয়তপুর জেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছে। এই সময় সূরা মনি নামে দেড় বছরের আরও এক শিশু গুরুতর আহত হয়। বুধবার (১৫ মার্চ) জেলার জাজিরা ও ভেদরগঞ্জে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরউদ্দিন মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত (২১) ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে নাদিম মুন্সী (২৬)। আহত সূরা মনির বাড়ি জাজিরায়।

শরীয়তপুর সদর হাসপাতাল, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, বুধবার নিহত সিফাত জমিতে কাজ করতে যান। দুপুর ১২টার দিকে আকাশে কালো মেঘ হয়ে বৃষ্টি পড়তে থাকে। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন সিফাত। পরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আর আহত সূরা মনিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

এদিকে একই দিন বেলা সাড়ে ১১টার সময় নাদিম মুন্সি বাড়ি ফেরার পথে মধ্য ছয়গাঁও এলাকায় বজ্রপাতে আহত হন। স্বজনেরা নাদিমকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাদিমকে তাঁর স্বজনেরা জরুরি বিভাগে নিয়ে আসে। তার আগেই নাদিমের মৃত্যু হয়েছে।

ঝিকরগাছায় নানাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

যশোরে জেলার ঝিকরগাছায় নানাবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে তুহিন কবীর (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার খালাতো ভাই আরমান হোসেন (১৫) নামের আরও এক কিশোর।

বুধবার সকালে ঝিকরগাছা উপজেলার নবীবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুহিন কবীর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বউবাজার এলাকার কামাল ব্যাপারীর ছেলে। সে নবীবনগর গ্রামে নানা আবুল গাজির বাড়িতে বেড়াতে এসেছিল।

আহত আরমান হোসেন ঝিকরগাছার নবীবনগর গ্রামের ইয়াহিয়া হোসেনের ছেলে ও সম্পর্কে নিহতের খালাতো ভাই।

আরমানকে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, তুহিন কবীর সকালে আরমানের সঙ্গে মাঠে টমেটো তুলতে গিয়েছিল। এ সময় বজ্রপাত হলে টমেটো খেতে তুহিন কবিরের মৃত্যু হয় ও আরমান আহত হয়।

গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পৌরসভার চরপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহত তৌহিদ মিয়া (৩৬) একই এলাকার মৃত শাহেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদ মিয়া বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তৌহিদ আহত হন। পরে স্বজনেরা তৌহিদকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

XS
SM
MD
LG