অ্যাকসেসিবিলিটি লিংক

আর্জেন্টিনার মুদ্রাস্ফীতির হার ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে


একজন ক্রেতা আর্জেন্টিনার বুয়েনেস আইরেসে স্থানীয় বাজারে মাংস কেনার জন্য টাকা দিচ্ছে। আর্জেন্টিনার বার্ষিক মুদ্রাস্ফীতির হার ফেব্রুয়ারিতে ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে। ১৪ মার্চ, ২০২৩।
একজন ক্রেতা আর্জেন্টিনার বুয়েনেস আইরেসে স্থানীয় বাজারে মাংস কেনার জন্য টাকা দিচ্ছে। আর্জেন্টিনার বার্ষিক মুদ্রাস্ফীতির হার ফেব্রুয়ারিতে ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে। ১৪ মার্চ, ২০২৩।

আর্জেন্টিনার বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১৯৯১ সালের পর প্রথমবারের মতো ১০০ পার্সেন্ট ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার সরকারের পরিসংখ্যান সংস্থা বলেছে, ফেব্রুয়ারিতে বার্ষিক মুদ্রাস্ফীতির হার বেড়েছে ১০২ দশমিক ৫ শতাংশ। এটি বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার। সংস্থাটি বলেছে, গত মাসে ভোগ্যপণ্যের দাম এক বছর আগের এই সময়ের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এই বছরের প্রথম দুই মাসে ১৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

খাদ্য এবং পানীয়ের মূল্য বৃদ্ধির কারণে এই হারের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। জানুয়ারির তুলনায় গত মাসে এটি ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোক্তা মূল্যের ঊর্ধ্বগতি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য এবং অন্যান্য পণ্যের মূল্য হ্রাসের বহু প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির হারের অনেক কারণ রয়েছে। যেমন কেন্দ্রীয় ব্যাংকের অর্থের বন্যা, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং পরবর্তী খরা যা ফসল ধ্বংস করেছে এবং কৃষি রপ্তানিকে ক্ষতিগ্রস্থ করেছে। উচ্চ মুদ্রাস্ফীতির হার দক্ষিণ আমেরিকার দেশটিকে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর্জেন্টিনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG