বাংলাদেশের রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে, এ ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জহুর আলী (৫২) মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, “ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির ক্লার্ক জহুরের শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিলো।” তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে মিরপুরের পাইকপাড়ায় থাকতেন।
এর আগে, গত ৫ মার্চ এক বিস্ফোরণে তিন তলা একটি ভবন আংশিক ধসে পড়লে, চারজন নিহত ও ১১ জন আহত হন। নিহতদের মধ্যে তুষার ও শফিকুজ্জামান কম্পিউটার অপারেটর এবং আব্দুল মান্নান ভবনের দ্বিতীয় তলায় একটি কোম্পানির অফিস সহকারী ছিলেন।