অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে ইভিএম ছিনতাই: যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন


ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরী
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরী

বাংলাদেশর চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা নির্বাচন চলাকালে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিট ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগে, স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে বোয়ালখালী থানায় মামলা করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সজল দাশ।অভিযুক্ত নির্মলেন্দু দে সুমন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ দে’র ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোটারদের উপস্থিতি তেমন ছিলো না। প্রায় সব কেন্দ্র ছিলো ফাঁকা। এরই মধ্যে বেলা ১২টার দিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫ নং কক্ষে প্রবেশ করেন নির্মলেন্দু দে সুমন। গোপনকক্ষ থেকে ইভিএম ব্যালট ইউনিট প্যানেলটি নিয়ে চলে যান তিনি।

গোপনকক্ষ থেকে ব্যালট ইউনিট প্যানেলটি নিয়ে যাওয়ার সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হারুনুর রশিদ প্রতিবাদ করলেও তা কর্ণপাত করেনি এই যুবলীগ নেতা। পরে ইভিএম ব্যালট ইউনিট প্যানেলটি উদ্ধার করে কেন্দ্রে ফেরত দেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রতন চৌধুরী। এ ঘটনায় পুলিশ রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, “প্রিজাইডিং অফিসারের দায়ের করা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।”

XS
SM
MD
LG