অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলকে সাকিব আল হাসান


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচ চলাকালীন একটি শট খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১৮ মার্চ, ২০২৩।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচ চলাকালীন একটি শট খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১৮ মার্চ, ২০২৩।

ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (১৮ মার্চ) সিলেটে, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি এই মাইলফলক অর্জন করেন। সাকিব ২২৮ ম্যাচ এবং ২১৬ ইনিংস খেলে ওয়ানডেতে ৭০০০ রান করেছেন। তামিম ইকবালের পরে এই কীর্তি অর্জনকারী দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে সাকিব ৯টি সেঞ্চুরি এবং ৫২ টি হাফ সেঞ্চুরি করেছেন এবং একই ফরম্যাটে ৩০০ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির পর সাকিব তৃতীয় খেলোয়াড়, যিনি ওয়ানডেতে ৭০০০ রান এবং ৩০০ বা তার বেশি উইকেট নিয়েছেন।

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। সিলেটে বাংলাদেশ এর আগে চারটি ওয়ানডে খেলেছে এবং সেই সব ম্যাচের সবগুলোতে জয়লাভ করে।

XS
SM
MD
LG