অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়েস্টার্ন সাহারায় জাতিসংঘ মিশনের নতুন ফোর্স কমান্ডার মেজর জেনারেল ফখরুল আহসান


আলজেরিয়ান শহর তিন্দুফ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দাখলার শরণার্থী শিবিরের বাইরে সাহরাউই নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা পরিচালিত একটি চেকপয়েন্টে ওয়েস্টার্ন সাহারার পতাকা উড়ছে। ১৪ জানুয়ারী, ২০২৩। (ফাইল ছবি)
আলজেরিয়ান শহর তিন্দুফ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দাখলার শরণার্থী শিবিরের বাইরে সাহরাউই নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা পরিচালিত একটি চেকপয়েন্টে ওয়েস্টার্ন সাহারার পতাকা উড়ছে। ১৪ জানুয়ারী, ২০২৩। (ফাইল ছবি)

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসান-কে ওয়েস্টার্ন সাহারায় (এমআইএনইউআরএসও) গণভোটের জন্য জাতিসংঘ মিশনের ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন। মেজর জেনারেল আহসান, পাকিস্তানের মেজর জেনারেল জিয়া-উর-রহমানের স্থলাভিষিক্ত হবনে। মেজর জেনারেল রহমান ২০২৩ সালের মার্চের শেষে তার কার্যভার সম্পন্ন করবেন।

বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত জাতিসংঘের তথ্য কেন্দ্র শনিবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছে।জাতিসংঘের তথ্য কেন্দ্র বলেছে যে এমআইএনইউআরএসও-এ অতুলনীয় সেবা এবং নেতৃত্বের জন্য মহাসচিব গুতেরেস, মেজর জেনারেল রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশি সেনাবাহিনীর সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক নেতৃত্বের ৩৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে মেজর জেনারেল আহসানের। তিনি ১০ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং কক্সবাজার এলাকার এরিয়া কমান্ডার হিসেবে, বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে এবং ১৬ তম ও ৬৯তম পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে সামরিক গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক এবং ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে সহকারী প্রতিরক্ষা অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল আহসান এর আগে সোমালিয়া (ইউএনওএসওএম-২) এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (এমওএনইউসি) দুটি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

মেজর জেনারেল আহসান বিজ্ঞানে স্নাতক, ডেভেলপমেন্ট স্টাডিজ ও ডিফেন্স স্টাডিজ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইংরেজি, ফ্রেঞ্চ, ইন্দোনেশিয়ান এবং হিন্দি ভাষায় পারদর্শী।

XS
SM
MD
LG