অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষমতাসীনদের দুর্নীতি দেশের অর্থনীতিকে ধ্বংস করছে: মির্জা ফখরুল


বাংলাদেশের রাজধানী ঢাকার নয়া পল্টনে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার, ১৮ মার্চ, ২০২৩।
বাংলাদেশের রাজধানী ঢাকার নয়া পল্টনে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার, ১৮ মার্চ, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে বর্তমান সরকারের সর্বব্যাপী দুর্নীতির কারণে দেশের সম্পদের অবক্ষয় হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাজধানী ঢাকার নয়া পল্টনে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, “ক্ষমতাসীন দল শুধু ভোট ব্যবস্থা নয়, বাংলাদেশের অর্থনীতিও ধ্বংস করেছে। আওয়ামী লীগের দুর্নীতির কারণে পুরো দেশ ও অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দুর্নীতিবাজদের হটিয়ে, প্রকৃত অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

মির্জা ফখরুল জানান, তারা অন্যান্য দল ও দেশের জনগণের সঙ্গে মিলে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবেন। তিনি দলের নেতাকর্মীদের চলমান আন্দোলন জোরদার করতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বলেন, “সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচন ছাড়াই বল প্রয়োগ করে ক্ষমতায় এসেছে, তাকে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করতে হবে।”

গত বছরের ২২ আগস্ট থেকে চলমান সরকারবিরোধী আন্দোলনে বিএনপির ১৭ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, “দলের নিহত নেতাকর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সংগ্রামকে সফল করতে হবে; এছাড়া বিএনপির কোনো বিকল্প নেই।”

এদিকে, যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মহানগরে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। আর রাজধানীর বিভিন্ন এলাকায় গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও পিপলস পার্টি, পেশাজীবী গণতান্ত্রিক জোট, ১২ দলীয় জোট, বাম গণতান্ত্রিক ঐক্য ও এলডিপি পৃথকভাবে অভিন্ন কর্মসূচি পালন করে।

XS
SM
MD
LG