অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজার-এর ময়নারঘোনা ক্যাম্পে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা


কক্সবাজারে শরণার্থী শিবিরের ভেতরে একটি বাজারে জড়ো হয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। (ফাইল ছবি)

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় ময়নারঘোনা ক্যাম্পে গুলিতে নিহত হয়েছেন মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গা নাগরিক। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় একদল লোক তাকে গুলি করে পালিয়ে গেলে, হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত হাফেজ মাহবুব (২৭) উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, “গুলি করার পর তাকে দ্রুত ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরো বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জি-৭ ব্লকের কাছে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।।

XS
SM
MD
LG