অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের বড় জয় বাংলাদেশের


সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচে আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানিকে (ছবিতে নেই) আউট করার পর বাংলাদেশের নাসুম আহমেদ (মাঝে) মুশফিকুর রহিমের সাথে উদযাপন করছেন। ১৮ মার্চ, ২০২৩।

বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়ে, রানের বিচারে সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

সাকিব আল হাসান ও অভিষেক হওয়া তাওহিদ হৃদয় গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বাংলাদেশকে সবচেয়ে বড় জয় এনে দেন। চতুর্থ উইকেটে সাকিব ৮৯ বলে ৯৩ এবং হৃদয় ৮৫ বলে ৯২ রান করে ১৩৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। তাদের পার্টনারশীপ ৮ উইকেটে ৩৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি স্থাপন করে; যা আয়ারল্যান্ডের পক্ষে তাড়া করা কঠিন হয়ে পড়ে। তাওহিদ-এর ৯২ রান, অভিষেক ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের সেরা ইনিংস। এদিকে, ইবাদত হোসেন ৬ ওভার ৫ বলে মাত্র ৪২ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন, যা ওয়ানডেতে তার সেরা পারফরম্যান্স।

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। লক্ষ্য ছিলো রৌদ্রোজ্জ্বল দিনে বাংলাদেশকে একটি সামাল-যোগ্য স্কোরে আটকে রাখা। আয়ারল্যান্ডের পক্ষে গ্রাহাম হিউম ৬০ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন। এছাড়া মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন ও ক্যাম্পার একটি করে উইকেট নেন।আয়ারল্যান্ডের ওপেনার স্টিফেন ডোহেনি ৩৮ বলে ৪টি চার ও একটি ছক্কা দিয়ে ৩৪ রান করেন।

XS
SM
MD
LG