অ্যাকসেসিবিলিটি লিংক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৩৩ জেলে আটক


নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করে নৌ-পুলিশ। রবিবার, ১৯ মার্চ, ২০২৩।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায়, বাংলাদেশের চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এরা প্রায় সবাই চাঁদপুর ও হাইমচরের বাসিন্দা। আর, চাঁদপুর সদরের আনন্দ বাজার থেকে পাঁচ কিশোরকে মাছ ধরার সময় জালসহ আটক করা হয়। বয়স বিবেচনায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

নৌ-পুলিশ জানায়, এ সময় জেলেদের কাছ থেকে এবং নদীতে পেতে রাখা ১২ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল, তিনটি মাছ ধরার নৌকা ও ১৭৭ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা জাটকা দু:স্থ ও এতিমদের মাঝে বিতরন করা হয়।

চাঁদপুর সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান রবিবার (১৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।

XS
SM
MD
LG