রবিবার রুশ বার্তা সংস্থা তাসের রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া অধিকৃত মারিউপোল শহর পরিদর্শন করেছেন।
ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণ সাগরের ঐ উপদ্বীপ দখলের নবম বার্ষিকী উপলক্ষে পুতিন শনিবার ক্রাইমিয়া সফর করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ক্রাইমিয়া এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দখল করা সমস্ত এলাকা থেকে রাশিয়ার প্রত্যাহার দাবি করেছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর, ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় ইউক্রেন থেকে শিশুদের অপহরণের জন্য পুতিনকে ব্যক্তিগতভাবে দায়ী করা হয়। রুশ নেতা ক্রাইমিয়ায় একটি আর্ট সেন্টার ও একটি শিশু কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের দৈনিক গোয়েন্দা আপডেটে বলেছে, জাপোরিঝিয়া ওব্লাস্টের জন্য "বিকল্প রাজধানীর নীরব ঘোষণা" সম্ভবত রাশিয়ান নীরব স্বীকৃতি। এতে তাদের অদূর ভবিষ্যতে পূর্বপরিকল্পিত প্রধান লক্ষ্যগুলি দখল করার সম্ভাবনা খুব কম। রুশ কর্মকর্তারা ৩ মার্চ একটি ডিক্রি প্রকাশ করেন।
রাশিয়ার কর্মকর্তারা ৩ মার্চ মেলিটোপোলকে জাপোরিঝিয়া ওব্লাস্টের রাজধানী হিসেবে ঘোষণা করে একটি ডিক্রি প্রকাশ করেন। মন্ত্রক জানিয়েছে, জাপোরিঝিয়া শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এটি একটি অস্থায়ী ব্যবস্থা হিসাবে ডিজাইন করা হয়েছিল।
যদিও রাশিয়া কখনই জাপোরিঝিয়া শহরটি দখল করেনি। এটি বর্তমান ফ্রন্ট লাইন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে।
গত সেপ্টেম্বরে পুতিন, জাপোরিঝিয়াসহ চারটি ওব্লাস্টকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে দাবি করেন।