অ্যাকসেসিবিলিটি লিংক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: ঘটনা তদন্তে ১৪ প্রার্থীর রিট


ঢাকায় সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে বিক্ষোভ চলাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত আইনজীবীদের লক্ষ্য করে জলকামান ব্যবহার করছে পুলিশ৷ (ফাইল ছবি)
ঢাকায় সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে বিক্ষোভ চলাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত আইনজীবীদের লক্ষ্য করে জলকামান ব্যবহার করছে পুলিশ৷ (ফাইল ছবি)

বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। তদন্তের জন্য কমিটি করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রতি এ নির্দেশনা দেয়ার আর্জি জানিয়ে রবিবার (১৯ মার্চ) রিটটি করেছেন বিএনপি সমর্থিত ১৪ প্রার্থী।

সোমবার (২০ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে আবেদনটি কার্যতালিকাভুক্ত হবে বলে জানিয়েছেন রিটকারী ও বিএনপি সমর্থক প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।

আবেদনে ১৫ মার্চ আবেদনকারীদের, আইনজীবী ও সাংবাদিকদদের পেটানোর ঘটনা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এভাবে পুলিশি তাণ্ডব আর না চালানো হয়, সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।

XS
SM
MD
LG