অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বহু সমর্থক গ্রেপ্তার


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা শিপিং কন্টেইনারের ওপর দাঁড়িয়ে আছেন।ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে, সংঘর্ষের সময় সড়ক অবরোধ করার জন্য এগুলো রাখা হয়; ১৮ মার্চ, ২০২৩।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা শিপিং কন্টেইনারের ওপর দাঁড়িয়ে আছেন।ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে, সংঘর্ষের সময় সড়ক অবরোধ করার জন্য এগুলো রাখা হয়; ১৮ মার্চ, ২০২৩।

পাকিস্তানে পুলিশের অভিযানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রায় ৩০০ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সাথে সাম্প্রতিক সংঘর্ষ এবং অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

কর্তৃপক্ষ এবং ইমরান খানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সোমবার জানিয়েছে, রাজধানী ইসলামাবাদ এবং পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, রাতভর অভিযান চালিয়ে অন্তত ২০০ পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অগ্নিসংযোগ, হামলা এবং সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী সদস্যদের আহত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বাকিদেরকে লাহোরে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস এবং অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে।

ইমরান খান তার দলের বিরুদ্ধে পুলিশের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। ক্রিকেট তারকা থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানকে গত এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্য দিয়ে তার প্রায় চার বছর মেয়াদের সরকারের পতন ঘটে। আর, তৎকালীন বিরোধীদলীয় নেতা শেহবাজ শরীফের জন্য নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়।

ইমরান খানের দল বলেছে, তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাস, ধর্ম অবমাননা এবং দুর্নীতির অভিযোগে ৯৭টি মামলা করেছে।

পিটিআই প্রধান এ অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগলোকে “ভুয়া” বলে উল্লেখ করেন।অভিযোগ করেন, শরীফ ও সামরিক বাহিনী তাকে গ্রেপ্তার করতে এবং জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে এই অভিযোগ তুলেছে। খান বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে তার দলের বিজয় ও জনসমর্থন দেখে তারা এগুলো করছেন।

XS
SM
MD
LG