বাংলাদেশের সিলেটে, টানা বৃষ্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে সোমবার(২০ মার্চ) পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। মুশফিকুর রহিম, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাটিং করে এবং ওয়ানডেতে টাইগার টিমের সর্বোচ্চ সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯ রান করে।
মুশফিকুর রহিম মাত্র ৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন। এর আগে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৯ সালে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান।
ওয়ানডেতে বাংলাদেশের সেরা স্কোর রেকর্ড করার আনন্দের সঙ্গে সিলেটে আর কিছু যোগ হয়নি। বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি আয়ারল্যান্ড । প্রথম ইনিংসের পর বৃষ্টি শুরু হয় এবং থামার কোনো লক্ষণ না থাকায়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ম্যাচটি বাতিল হয়ে যায়।
প্রথম ম্যাচে ১৮৩ রানে জিতেছিলো বাংলাদেশ। রানের ব্যবধানে এটা তাদের সবচেয়ে বড় জয়। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩শে মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে মুশফিক
এদিকে, ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। সোমবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি এই মাইলফলক অর্জন করেন।
মুশফিক ২৪৩ ইনিংস খেলে ওয়ানডেতে ৭০০০ রান করেছেন। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর, এই কৃতিত্ব অর্জনকারী তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান তিনি।