অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ ড্রোন হামলায় কিয়েভে ৩ জন নিহত, দাবি ইউক্রেনের


রুশ ড্রোন হামলায় ইউক্রেনের কিয়েভ অঞ্চলের রিশশ্চিভ শহরের এই ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ মার্চ, ২০২৩
রুশ ড্রোন হামলায় ইউক্রেনের কিয়েভ অঞ্চলের রিশশ্চিভ শহরের এই ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ মার্চ, ২০২৩

ইউক্রেনের কিয়েভ শহরে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বুধবার (২২ মার্চ) জানিয়েছে, মঙ্গলবার রাতভর এ হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রিশশ্চিভ অঞ্চলের একটি স্কুল ভবনে এ হামলা চালানো হয়। এতে দুটি ছাত্রাবাস ও একটি শিক্ষা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার এক টুইট বার্তায় জানান, রাশিয়ার রাতভর হামলায় ইরানে নির্মিত ২০টি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহার করা হয়েছে। অসংখ্যবার গোলাবর্ষণ করা হয়েছে।

জেলেন্সকি আরও বলেন, “যতবার মস্কোতে কেউ ‘শান্তি’ শব্দটি শোনার চেষ্টা করে, ততবারই এ ধরনের অপরাধমূলক হামলার আরও একটি নির্দেশ দেওয়া হয়”।

ইউক্রেনীয় এই নেতা বলেন, “তার বাহিনীর সাফল্য শান্তিকে” আরও কাছাকাছি নিয়ে এসেছে এবং তিনি বিশ্বব্যাপী ঐক্য প্রতিষ্ঠা এবং রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার চীনা নেতা শি জিনপিংকে স্বাগত জানিয়ে চীনের খসড়া শান্তি পরিকল্পনার প্রশংসা করেছেন এবং তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন যে, ইউক্রেন ও তার পশ্চিমা অংশীদাররা শান্তি আলোচনায় অংশ নিতে অনিচ্ছুক।

জেলেন্সকি বলেছেন, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড থেকে সব সেনা প্রত্যাহার করলেই শান্তি আলোচনা হতে পারে।

এই প্রতিবেদনের কিছু অংশ এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG