বাংলাদেশের আকাশে বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটি এ তারিখ ঘোষণা করে।
রমজানের প্রথম দিনকে সামনে রেখে বৃহস্পতিবার এশার নামাজের পর তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা।
চাঁদ দেখা কমিটি ১৮ এপ্রিল রাতে শব-ই-কদরের তারিখও ঘোষণা করেছে।
এর আগে, বাংলাদেশ সরকার পবিত্র রমজান মাসের জন্য ১৩ মার্চ সমস্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করেছে।
প্রজ্ঞাপনে, জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের (১৫ মিনিট) বিরতি দেওয়ার কথা বলা হয়েছে।