অ্যাকসেসিবিলিটি লিংক

মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন


মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষ
মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষ

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বুধবার (২২ মার্চ) রাতে মালিবাগ রেলক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেওযার ফলে বাংলাদেশের অন্য অংশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলক্রসিংয়ে গেটম্যানরা বুম গেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। ফলে বাসটি সরাসরি রেল লাইনের ওপর উঠে যায়। এদিকে ধীরগতিতে আসা ট্রেনটি বাসটির পেছন দিকে ধাক্কা দেয়।

এ সময় বাসে কোনো যাত্রী না থাকায় সংঘর্ষে কেউ হতাহত হয়নি বলে সৈয়দপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও দ্রুতযানের নিরাপত্তার দায়িত্বে থাকা আমিনুল ইসলাম জানান।

ঘটনার জেরে গাজীপুর থেকে কমলাপুরগামী একটি কমিউটার ট্রেন বিপরীত লাইনে আটকা পড়ে। ফলে ঢাকা ও সারা দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

XS
SM
MD
LG