তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক একজন সৈনিক কোন পরিস্থিতে নিখোঁজ হয়েছিল তার তদন্ত করছে। এই মাসের শুরুতে তার পোস্ট থেকে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে চীন কর্তৃপক্ষ তাকে খুঁজে পাওয়ার খবর দিয়েছে।
তাইওয়ানের সেট নিউজ জানায়, ওই সৈনিকের নাম চেন জিয়াজুন (২৬) দ্বীপের তাইওয়ান নিয়ন্ত্রিত কিনমেন দ্বীপপুঞ্জের অংশ এরদান দ্বীপে অবস্থান করছিলেন। এরদান দ্বীপাংশটি চীনের বন্দর শহর জিয়ামেন থেকে প্রায় ৪ কিলোমিটার থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই চৌকিটিকে চীনের আক্রমণের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরক্ষা বলে মনে করা হয়। চীন স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানকে তাদের নিজস্ব অঞ্চল বলে মনে করে।
কিনমেন ডিফেন্স কমান্ডের রাজনৈতিক বিষয়ক পরিচালক মেজর জেনারেল ঝাং রংশুনের মতে, চেন ৯ মার্চ রোল কলের সময় উপস্থিত হননি এবং অনুসন্ধানের সময় তাকে পাওয়া যায়নি।
যদিও বেইজিং এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম নীরব রয়েছে, গু ইয়ানমুচে নামে পরিচিত চীনের ইন্টারনেট সেলিব্রিটি টুইটারের মতো ওয়াইবোতে পোস্ট করেছেন, “ভেতরের খবর হলো (তাইওয়ানের) জাতীয় সেনাবাহিনীর দলত্যাগী সৈন্য, যিনি সাঁতার কেটে চীনে এসেছেন, জিয়ামেনে একটি বাড়িতে উঠেছেন। সেখানে বাড়ির দাম প্রতি বর্গমিটারে ৫০ হাজার থেকে ৬০ হাজার ইউয়ান। বাড়িটি তাকে বিনামূল্যে দেয়া হয়েছে।”
তাইওয়ানের বিশেষজ্ঞদের আশঙ্কা, ঘটনাটিকে বেইজিং তাদের বিরুদ্ধে যুদ্ধে; যেমন, বেইজিং তাদের প্রতিপক্ষ বা লক্ষ্যবস্তু জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণ, উপলব্ধি এবং আচরণকে প্রভাবিত করতে, ব্যাহত করতে বা হেরফের করার জন্য তথ্য এবং মনস্তাত্ত্বিক ক্রিয়াকলাপগুলোর ব্যবহার করতে পারে।
আদ্রিয়ানা ঝ্যাং এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।