অ্যাকসেসিবিলিটি লিংক

৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শামসুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশিদ (মরণোত্তর), শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া (মরনোত্তর)ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ বিভাগে এই পুরস্কারের জন্য মনোনীত হন।

গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিচালক ড. ফেরদৌসী কাদরীকে এই পুরস্কার প্রদান করা হয়।

সাহিত্যে অবদানের জন্য মরহুম মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) এই পুরস্কার লাভ করেন।

সংস্কৃতি ও খেলাধুলায় অবদানের স্বীকৃতিস্বরূপ পবিত্র মোহন দে ও এ এস এম রকিবুল হাসানকে এ সম্মাননা প্রদান করা হয়।

পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কৃত করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে।

বাংলাদেশ প্রতি বছর স্বাধীনতা দিবসকে (২৬ মার্চ) সামনে রেখে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করে। ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

XS
SM
MD
LG