অ্যাকসেসিবিলিটি লিংক

আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ


সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচ শেষে সিরিজ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়রা ট্রফি নিয়ে পোজ দিচ্ছেন।২৩ মার্চ, ২০২৩। (ছবি মুনির উজ) জামান/এএফপি)

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট স্টেডিয়ামে আয়ার‌্ল্যান্ডের বিপক্ষে এই জয় পায় টাইগাররা।

এই প্রথম কোনো দলকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ। এর আগে ওয়ানডেতে উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ৯ উইকেটে। ৯ উইকেটে ৫টি জয় পেয়েছে বাংলাদেশ। এই পাঁচ জয়ের দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্য ৩টি কেনিয়া, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সিলেটের আকাশ আজও ছিল মেঘাচ্ছন্ন। টসে জিতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ২৮ ওভার এক বলে ১০১ রানে অলআউট হয়।

ইতিহাসে প্রথমবারের মতো এদিন বাংলাদেশি পেসাররা ১০ উইকেটের সবকটি শিকার করে। ফাস্ট বোলার হাসান মাহমুদ তাঁর প্রথম পাঁচ উইকেট নিতে সক্ষম হয়েছেন। হাসান ৩২ রানে ৫টি, তাসকিন আহমেদ ২৬ রানে ৩টি এবং এবাদত হোসেন ২৯ রানে ২টি উইকেট নেন।

স্বাগতিকেরা লক্ষ্যমাত্রা অনায়াসে মাত্র ১৩ ওভার এক বলে বিনা উইকেটে ১০২ রান করে সিরিজ জয় করে।

লিটন দাস তাঁর নবম ফিফটিতে ১০টি চার মেরে ৩৮ বলে অপরাজিত ৫০ রান করেন। অধিনায়ক তামিম ইকবাল ৪১ বলে ৫টি চার ও ২টি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন।

প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের মাত্র দুজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছেন। কার্টিস ক্যাম্পার দলের সেরা ৩৬ এবং লোরকান ট্যাকার ২৮ রান করতে সমর্থ হন।

আয়ারল্যান্ডের টপ অর্ডারে ধ্বস নামাতে হাসান দুর্দান্ত পেস বোলিং প্রদর্শন করেন। নবম ওভারে তাসকিন আহমেদ যখন খেলতে নামেন তখন আয়ারল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ২২ রান।

ট্যাকারের পাতা ফাঁদে এবাদত হস্তক্ষেপ না করা পর্যন্ত ট্যাকার এবং ক্যাম্ফার কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।

হাসানের দ্বিতীয় স্পেলে ক্যাম্ফার ডিপ ফাইন লেগে তাসকিনের হাতে ধরা পড়েন।

এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ১৮৩ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়।

XS
SM
MD
LG