অ্যাকসেসিবিলিটি লিংক

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা


রমজান মাস শুরুর আগের দিন ২২ মার্চ মিসরের রাজধানী কায়রোর আল আজহার মসজিদে মুসল্লিরা তারাবির নামাজ পড়ছেন।
রমজান মাস শুরুর আগের দিন ২২ মার্চ মিসরের রাজধানী কায়রোর আল আজহার মসজিদে মুসল্লিরা তারাবির নামাজ পড়ছেন।

পবিত্র রমজান মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এক বার্তায় যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেছেন, “কষ্ট ও ভোগাান্তির শিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি আমরা আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি”।

তাঁরা দুজন এক লিখিত বার্তায় বলেছেন, “আমরা তুরস্ক ও সিরিয়ার জনগণের পাশে থাকব-যারা সাম্প্রতিক ভূমিকম্পে অনেক প্রিয়জনকে হারিয়েছেন এবং পাকিস্তানের জনগণের সঙ্গে, যারা গত গ্রীষ্মে বন্যার পরে নতুন করে তাদের জীবন গড়ছেন”।

তাঁরা আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা চীনের উইঘুর ও মিয়ানমারের রোহিঙ্গাসহ অব্যাহত নিপীড়নের শিকার মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রমজানের শুরুতে দেওয়া তাঁর বিবৃতিতে বলেছেন, “এই মাসের সুন্দর ঐতিহ্যগুলো ভাগ করে নিতে এবং সামাজিক সংহতি, অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের প্রচারে আমাদের অঙ্গীকার প্রদর্শন করতে” বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অনেক দূতাবাস ও কনস্যুলেট ইফতারের আয়োজন করবে।

ব্লিংকেন বলেন, “আমরা মুসলিম বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশে ও বিদেশে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা প্রচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

XS
SM
MD
LG