অ্যাকসেসিবিলিটি লিংক

চাঁদপুরে ২৪ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত


২৪ জেলের কারাদণ্ড

বাংলাদেশের চাঁদপুর জেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অভিযোগে শুক্রবার (২৪ মার্চ) ২৭ জেলেকে আটক করেছে নৌপুলিশ। আটকদের মধ্যে ২৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায়, তিনজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের ৬ জন শরিয়তপুরের, ৮জন চাঁদপুরের, চারজন মতলব উত্তরের এবং ৬ জন মুন্সীগঞ্জের বাসিন্দা।

নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, “২৪ ঘন্টার অভিযানে অভয়াশ্রম এলাকায় জাটকা আহরণকালে ২৭ জনকে আটক করা হয়। পরে, কোস্টগার্ড-এর চাঁদপুর স্টেশনে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান খান।”

তিনি আরো বলেন, “জব্দকৃত ২টি মাছ ধরার নৌকা নষ্ট করা হয়েছে। ৩টি নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং ৩টি নৌ-থানার হেফাজতে রয়েছে। জব্দ করা প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল েপুড়িয়ে ফেলা হয়েছে। জব্দ করা ৩৯ কেজি জাটকা দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

XS
SM
MD
LG