বাসের আয়নায় আত্মবিশ্বাসী চোখ আর ডান হাতে স্টিয়ারিং, রাজপথ শাসন করে কলকাতার 'হার্টথ্রব' কল্পনা।
কলকাতার রাজপথ শাসন করছেন বাস-ড্রাইভার কল্পনা
৯
ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় কল্পনার বাস যাত্রা, নোয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ধর্মতলা গামী (৩৪সি) বাসে ওঠার আগে সে বাসের চাকায় প্রণাম করে নিতে ভোলে না কখনো।
১০
কল্পনা মন্ডল, বয়স কুড়ি, শুধু কলকাতার নোয়াপাড়া থেকে ধর্মতলা (৩৪সি) রুটের সর্বকনিষ্ঠ বাস ড্রাইভার সে নয়, পশ্চিমবঙ্গের শত শত মানুষের "হার্টথ্রব" তিনি। এক কথায় অনুপ্রেরণা।
১১
ছুটির দিনে কল্পনার সময় কাটে বাবা, মা, দিদির সঙ্গে গল্পে, আড্ডায়।
১২
কন্ডাক্টর বাস ভাড়া চাইনি? কন্ডাক্টারই জানে! আর জানে কল্পনা।