বাসের আয়নায় আত্মবিশ্বাসী চোখ আর ডান হাতে স্টিয়ারিং, রাজপথ শাসন করে কলকাতার 'হার্টথ্রব' কল্পনা।
কলকাতার রাজপথ শাসন করছেন বাস-ড্রাইভার কল্পনা

১
অশীতিপর বৃদ্ধা, চেয়ে থাকেন তার নাতনিসম কল্পনার দিকে, হয়তো তিনি আগে জানতেই পারেননি কিভাবে রোজ স্টিয়ারিং হাতে "লিঙ্গ বৈষম্যের" শক্ত পিচের রাজপথে মেয়েটি বাস শাসন করে।

২
কল্পনা মণ্ডল

৩
কিভাবে প্যাসেঞ্জার তুলতে হবে, ব্লক করে কিভাবে প্লেস করতে হবে গাড়ি, রেষারেষি এড়িয়ে প্যাসেঞ্জার ভর্তি বাস কিভাবে কন্ট্রোল করতে হয় পিছনে বসে সব শিখিয়েছেন বাবা সুভাষ মন্ডল। আজ তাই বাবা-ই কল্পনার গুরু।

৪
কল্পনা, স্বপ্ন দেখে সে একদিন বাস চালিয়ে রোজগার করে আরো বাস কিনবে। একদিন তার নিজের বাস নিয়ে সে ছুটে যাবে 'ফ্যাসট্যাগ', টোল প্লাজা পেরিয়ে অনন্ত হাইওয়ের দিকে।