অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার, ২৫ মার্চ, ২০২৩।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার, ২৫ মার্চ, ২০২৩।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রেকর্ড করা বার্তায় এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “আসুন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি।” ১৯৭১ সালে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এর পর থেকে বাংলাদেশ ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করে।

শেখ হাসিনা তার বার্তায় দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং পাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।”

প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানান। তিনি বলেন, “বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ”।

XS
SM
MD
LG