অ্যাকসেসিবিলিটি লিংক

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসাধীন একজনের মৃত্যু, প্রণহানি বেড়ে ২৫


বাংলাদেশের ঢাকার গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে পাঁচতলা এই ভবনে বিস্ফোরণ ঘটে। ৭ মার্চ, ২০২৩। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে আহত আরো একজন রবিবার (২৬ মার্চ) মারা গেছেন।এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫-এ।

রবিবার মারা যাওয়া মো. হাসান (৩২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবু আহমেদ সিদ্দিক-এর ছেলে। ১২ শতাংশ দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন হাসান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, সকাল ৯টা ১১ মিনিটে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাজধানী ঢাকার গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে পাঁচতলা ভবনে বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে ১৭ জন নিহত ও শতাধিক আহত হন। বাকীরা হাসপাতালে মারা যান।

XS
SM
MD
LG