অ্যাকসেসিবিলিটি লিংক

মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হোন: ওবায়দুল কাদের


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। (ফাইল ছবি)

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধ বিরোধীরা নানা রূপে দেশে রয়ে গেছে। মুক্তিযুদ্ধ বিরোধীরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মাধ্যমে দেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করেছে।”

তিনি আরো বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ থেকে এ সব শক্তিকে নির্মূল করতে হবে।” বিএনপি একাত্তরের গণহত্যা নিয়ে ‘পাকিস্তানিদের ভাষায়’ কথা বলছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

XS
SM
MD
LG