অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে হজ নিবন্ধনের সময়সীমা বাড়লো ৩০ মার্চ পর্যন্ত


বাংলাদেশের হজযাত্রীদের বিশেষ অনুরোধে, হজ নিবন্ধনের সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার। নিবন্ধনের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়ে সোমবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তি বলা হয়, নিবন্ধন কোটা পূরণ হলে হজ নিবন্ধনের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর আগে ৯ জানুয়ারি হজ নিয়ে সৌদি আরবের সঙ্গে সরকারের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এ বছর ৭০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী জেদ্দা বিমানবন্দর দিয়ে যাবেন এবং বাকি ৩০ শতাংশ যাবেন মদিনা বিমানবন্দর দিয়ে।

এদিকে, সৌদি আরব বিশ্বব্যাপী ইচ্ছুক হজযাত্রীদের জন্য একটি সার্ভিস চার্জ কমানোয়, বাংলাদেশ সরকার সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমিয়েছে। ১১ হাজার ৭২৫ টাকা বাদ দিয়ে, এ বছর হজ করতে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের প্রত্যেক-কে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা করে দিতে হবে। এছাড়া, যারা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন, তাদের প্রত্যেককে দিতে হবে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।

XS
SM
MD
LG