বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “নির্বাচন কমিশন (ইসি) বিএনপিকে সংলাপে নয়, বরং অনানুষ্ঠানিক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে।” মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানী ঢাকার ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন; এভাবে একটি চিঠি দিয়েছিলাম। আমরা সংলাপের আহ্বান করিনি। সংলাপ একটি আনুষ্ঠানিক ব্যাপার।”
এর আগে গত বৃহস্পতিবার সিইসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় অংশ নিতে একটি আধা-আনুষ্ঠানিক চিঠি পাঠান। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গত বছর গঠনের পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ করেছে। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়নি।
নির্বাচন কমিশনের (ইসি) এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।