অ্যাকসেসিবিলিটি লিংক

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের উইকেট নেয়ার পর সাকিব আল হাসান এভাবে তার অভিব্যক্তি জানান। ২৯ মার্চ, ২০২৩ (ছবি মুনির উজ) জামান/এএফপি)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের উইকেট নেয়ার পর সাকিব আল হাসান এভাবে তার অভিব্যক্তি জানান। ২৯ মার্চ, ২০২৩ (ছবি মুনির উজ) জামান/এএফপি)

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিউজিল্যান্ডের টিম সাউদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন। তিনি এই ফরম্যাটে ১৩৪টি উইকেট সংগ্রহ করেছেন।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার জন্য সাকিব খেলেছেন ১১৪টি ম্যাচ।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিব ৪ ওভারে ২২ রান দিলেও ৩ ওভারে ১৪ রানে ৫টি উইকেট নেন। টি-টোয়েন্টিতে এটি তাঁর দ্বিতীয় ৫ উইকেট শিকার এবং এই ফরম্যাটে দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স।

এর আগে, বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান করে। বৃষ্টির কারণে ম্যাচটি ৩ ওভার কমিয়ে দেওয়া হয়েছিল।

তাসকিন আহমেদের প্রথম বলেই ওপেনার পল স্টার্লিংকে শূন্য রানে হারিয়ে শুরুটা ভয়ানক হয় আয়ারল্যান্ডের। সাকিব তখন লরকান ট্যাকার থেকে শুরু করে হ্যারি টেক্টর দিয়ে শেষ করে মাত্র ৩ ওভারে ৫টি উইকেট নেন।

XS
SM
MD
LG