অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানি তালিবানের হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত


পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় রাস্তার পাশে রাখা বোমায় নিহত একজন পুলিশ সদস্যের মরদেহ বহন করছেন তার আত্মীয়স্বজন ও নিরাপত্তা কর্মকর্তারা। ৩০ মার্চ ২০২৩।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় রাস্তার পাশে রাখা বোমায় নিহত একজন পুলিশ সদস্যের মরদেহ বহন করছেন তার আত্মীয়স্বজন ও নিরাপত্তা কর্মকর্তারা। ৩০ মার্চ ২০২৩।

পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে যে ভোর হওয়ার আগেই সেখানকার একটি পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলায় এবং রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরণে ৪ জন পুলিশ কর্মকর্তা নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে আফগান সীমান্তবর্তী প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় ভয়াবহ এই সহিংসতার ঘটনা ঘটে।

পাকিস্তানি তালিবান এই হামলাকে সমন্বিত বন্দুক ও বোমা হামলা বলে দাবি করে এর দায় স্বীকার করেছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত নিষিদ্ধ গোষ্ঠীটি সাম্প্রতিক মাসগুলোতে কয়েক শ মানুষকে হত্যা করেছে। যাদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

২০২১ সালের অগাস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে জঙ্গি গোষ্ঠীটি আবার সহিংসতা শুরু করেছে। আফগান যুদ্ধে দুই দশক জড়িত থাকার পরে নেটো ও যুক্তরাষ্ট্র তাদের সকল সেনাকে সে দেশ থেকে প্রত্যাহার করার পর তালিবান ক্ষমতায় ফিরে আসে।

অগাস্টে প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ মাস আগে বিদেশি সেনাদের সরে যাওয়ার প্রেক্ষিতে তালিবান জঙ্গিদের দেশব্যাপী আক্রমণের মুখে যখন সাবেক আফগান সরকারের পতন ঘটেছিল তখন সরকারের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অর্থায়নকৃত ৭১০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম ছিল।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই সপ্তাহে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে উল্লেখ করেছে টিটিপি’র কেন্দ্রীয় কমান্ড আফগানিস্তানে অবস্থিত। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে পাকিস্তানে সহিংসতার বৃদ্ধি তালিবানের কাবুল দখলের সঙ্গে সম্পর্কিত।

XS
SM
MD
LG