অ্যাকসেসিবিলিটি লিংক

শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণসহ ৯ স্টেশন চালু করলো ঢাকা মেট্রোরেল


ঢাকা মেট্রোরেলের শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন শুক্রবার (৩১ মার্চ) জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। স্টেশন দু’টি চালু হওয়ায়, উত্তরা-আগারগাঁও রুটের ৯টি স্টেশন চালু হলো।

এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, “মেট্রোরেল ৫ এপ্রিল থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।”

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে এবং আরো সেবা দেয়ার লক্ষ্যে সময় পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চালু হবে এবং মানুষ ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল পরিষেবা উপভোগ করতে পারবে।”

ডিএমটিসিএল-এর তথ্য মতে, ২০২৪ সালের শেষ নাগাদ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হতে পারে। গত বছরের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেলের উদ্বোধন করেন।

XS
SM
MD
LG