অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: মৃত্যু নেই, আক্রান্ত নেই


ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন নার্সরা। ২ আগস্ট, ২০১৯। (ফাইল ছবি)

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এসময়ে কেউ সংক্রমিত হয়েছেন বলেও খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন ডেঙ্গু আক্রান্ত ২১ জন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১২ জন ঢাকায় এবং ৯ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৪২২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪২১ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৮১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪০৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪০৯ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গু সংক্রমণে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

XS
SM
MD
LG