অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে স্থানান্তর


ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলায় অভিযুক্ত প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে শুক্রবার (৩১ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।কাশিমপুর কারাগার-১ এর সুপার শাহজাহান আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারে পৌঁছায়।

এর আগে, বৃহস্পতিবার শামসুজ্জামান শামস-কে ঢাকার একটি আদালতে হাজির করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের রমনা থানায় দায়ের করা মামলায় তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পরে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত ২৯ মার্চ শামসকে ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ।অবস্থিত তার বাসা থেকে সাদা পোশাকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ধরে নিয়ে যায়।

একই দিন প্রথম আলো ওয়েবসাইটে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক যুবলীগ নেতা।

XS
SM
MD
LG