প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলা এবং গত ২৬ মার্চ প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের টিভি সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
বিজেসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদপত্রে প্রকাশিত কোনো প্রতিবেদনে কেউ ক্ষুব্ধ হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কাছে প্রতিকার চাওয়া যাবে। সরকার সেই প্রক্রিয়ার বাইরে গিয়ে, আইনের অপব্যবহার না করার ব্যাপারে সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও, শামসের বিরুদ্ধে বহুল বিতর্কিত ডিএসএ-এর অধীনে একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক এবং সদস্য সচিব শাকিল আহমদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার সাংবাদিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিজেসি বলেছে, “শামসকে রাতে তার বাসা থেকে তুলে নেয়া এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো বৈধ নয়।” বিজেসি প্রথম আলো রিপোর্ট নিয়ে উত্থাপিত প্রশ্নের দিকেও ইঙ্গিত করেছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
গত ২৯ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে, শামসকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় অবস্থিত তার বাসা থেকে তুলে নিয়ে যায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।
একই দিন প্রথম আলোতে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিএসএ-তে মামলা করেন এক যুবলীগ নেতা। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বৃহস্পতিবার প্তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।