অ্যাকসেসিবিলিটি লিংক

তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে আয়ারল্যান্ডের জয়


 চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জয়ের পর আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার এবং হ্যারি টেক্টর একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। (ছবি মুনির উজ জামান / এএফপি)
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জয়ের পর আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার এবং হ্যারি টেক্টর একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। (ছবি মুনির উজ জামান / এএফপি)

বাংলাদেশের চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে, শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে আয়ারল্যান্ড। ১০ বাউন্ডারি এবং চারটি ছক্কায় ৪১ বলে ৭৭ রান করে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং তার দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের জয়ের পর দর্শকরা ভেবেছিলেন টাইগার টিম আয়ারল্যান্ডকে ক্লিন সুইপ করবে। ব্যাটিং বিপর্যয়ের কারণে টাইগাররা তা করতে ব্যর্থ হয়। টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করলেও, চ্যালেঞ্জিং স্কোর করতে পারেনি। তাদের সংগ্রহ ১২৪ রান। এর মধ্যে একমাত্র শামীম হোসেন একটি ফিফটি করতে সক্ষম হয়।

জবাবে, ব্যাট করতে নেমে ৬ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। যদিও তারা প্রথম দিকে দুটি উইকেট হারায়। পরে, পল স্টার্লিংয়ের কাঁধে ভর করে ম্যাচ জিতে যায় আইরিশরা।

XS
SM
MD
LG