বাংলাদেশের নাটোরে, বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকার বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শরীফ নামে এক যুবদল কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর আড়াইটার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকার কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। কর্মসূচির প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেয়ার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে ঐ এলাকায় পৌঁছলে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপির মঞ্চ ভাঙচুর করা হয়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ। এসময় আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বিএনপি কর্মীদের হামলায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন।
অন্যদিকে, বিকাল সাড়ে ৩টায় বিএনপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু। তিনি অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। বলেন, “আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা হিসেবে আওয়ামী লীগ নেতারা বিএনপির ওপর এ হামলা চালিয়েছে।”
নাটোর সদর থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম জানান, “বিএনপি আলাইপুরে তাদের দলের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। অন্যদিকে অনিমা অডিটোরিয়ামের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ। এক পর্যায়ের উভয়ের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
খুলনায় ১৬ বিএনপি নেতাকর্মী আটক
খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির অবস্থান কর্মসূচির আগে, শুক্রবার (৩১ মার্চ ) রাতে দলটির ১৬ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দাবি করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১ এপ্রিল) সকালে, বিএনপির খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে মহানগর শাখার আহ্বায়ক মাসুদ খান বাদল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আরমান শেখ, ১১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নুরুল হক, ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল খন্দকার, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন ও যুবদল নেতা নুর ইসলামকে আটক করেছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তারা (সরকার) বিরোধী দলের নেতাকর্মীদের দমনের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।