অ্যাকসেসিবিলিটি লিংক

বেসামরিক সরকার গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরে সুদানের বিলম্ব


সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ বুরহান ( মাঝখানে) এবং অন্যান্যরা প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর নথিপত্র তুলে ধরেছেন। ডিসেম্বর ৫,২০২২। ফাইল ছবি।
সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ বুরহান ( মাঝখানে) এবং অন্যান্যরা প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর নথিপত্র তুলে ধরেছেন। ডিসেম্বর ৫,২০২২। ফাইল ছবি।

সুদানের সামরিক নেতারা এবং গণতন্ত্রপন্থি শক্তিরা শনিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে বেসামরিক সরকার গঠনের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরে উভয়ই বিলম্ব করবে।

এই স্বাক্ষর বিলম্ব হচ্ছে কারণ সুদানের সেনাবাহিনী এবং দেশের শক্তিশালী আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্কার আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে এটি স্বাক্ষরিত হবার কথা ছিল।

গণতন্ত্রপন্থি ব্লকের একজন মুখপাত্র, খালিদ ওমর পৃথক একটি বিবৃতিতে বলেন, রাজধানী খার্তুমে সামরিক জেনারেলরা গণতন্ত্রপন্থি নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ৬ এপ্রিল স্বাক্ষর করতে সহমত হন। এই বৈঠকে আরও যোগ দেন জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং আফ্রিকার পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক আন্তঃসরকারি কর্তৃপক্ষের প্রতিনিধিরা। এই সংগঠনগুলি সামরিক বাহিনী এবং গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনা সুগম করেছে।

২০২১ সালের অক্টোবর মাসে পশ্চিম সমর্থিত ক্ষমতা ভাগাভাগি করা সরকারকে সে দেশের শীর্ষ জেনারেল আব্দেল ফাতাহ বুরহানের নেতৃত্বে সামরিক সরকার ক্ষমতাচ্যূত করার পর সুদান এক বিশৃঙ্খল পরিস্থিতে পড়ে যায়। আর এর ফলে সে দেশে স্বল্পস্থায়ী গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হয়।

তবে গত বছর ডিসেম্বরে, সামরিক বাহিনী, আরএসএফ এবং বিভিন্ন গণতন্ত্রপন্থি গোষ্ঠী, গণতন্ত্রে উত্তরণের সংকল্প ব্যক্ত করে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করে।

XS
SM
MD
LG