অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতি


অগ্নিনির্বাপক কর্মীরা ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুন নেভানোর চেষ্টা করছেন৷ ৪এপ্রিল, ২০২৩। ছবি- এএফপি

বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবাজার মার্কেট-এ মঙ্গলবার (৪ এপ্রিল) ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছয় ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে শত শত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বঙ্গবাজার ছাড়াও পাশের একটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস এর ৪৮টি ইউনিট কাজ করে। আগুনে ক্ষতিগ্রস্থ হয় পুলিশের একটি ব্যারাকের কিছু অংশ। বন্ধ হয়ে যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ সার্ভিস। এ আগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অসুস্থ হয়েছেন ৫ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৬টা ১০ মিনিটের দিকে মার্কেটে ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলো ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করা হয় আগুন নিয়ন্ত্রণে। এছাড়া, নৌবাহিনীর একটি দলও এই তৎপরতায় যোগ দেয়।

বঙ্গবাজার মার্কেটে আগুন
বঙ্গবাজার মার্কেটে আগুন
ঢাকার বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশপাশের রাস্তা বন্ধ করে দেয়া হলে মার্কেট এলাকায় অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করতে হয়েছে।

তিনি জানান, হাইকোর্টের সামনের রাস্তা-গুলিস্তান, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত করা হয়। সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয় ডিএমপির পক্ষ থেকে।

অসুস্থ ৫ জন

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত পাঁচ দমকলকর্মী। এদের মধ্যে দিদারুল ইসলাম নামে এক দমকলকর্মী সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর-এর রুবেল (২৮), ফেনীর নিলয় (২২), চাঁদপুরের রিপন (৩৬) ও মুন্সিগঞ্জের শাহীন (৩৮) নামে চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ৪৮ টি ইউনিট কাজ করে।

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বাংলাদেশর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করা হয়।

ঐ পোস্টে জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স অনুরোধ জানিয়েছে।

XS
SM
MD
LG