অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সামরিকভাবে সমর্থন করতে পারে না চীন: ইইউ


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেন এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতির উর্ধ্বতন প্রতিনিধি জোসেপ বোরেল ব্রাসেলসে সাংবাদিকদের সাথে কথা বলছেন; ৪ এপ্রিল ২০২৩।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেন এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতির উর্ধ্বতন প্রতিনিধি জোসেপ বোরেল ব্রাসেলসে সাংবাদিকদের সাথে কথা বলছেন; ৪ এপ্রিল ২০২৩।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল মঙ্গলবার বলেন, ইউরোপীয় নেতারা চীনকে এই বার্তা পাঠাচ্ছেন যে, দেশটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সামরিকভাবে সমর্থন করতে পারে না।

নেটো পররাষ্ট্রমন্ত্রীরা এখন ব্রসেলস-এ বৈঠক করছেন। আর , আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন বোরেল। তার ঐ সফরের আগে ব্রাসেলসে বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন “চীনের সাথে সম্পর্কের বিষয়ে স্পষ্ট যে, রাশিয়ার নৃশংসতা এবং যুদ্ধাপরাধের বিষয়ে দেশটির অবস্থান বেইজিং-এর সাথে আমাদের সম্পর্কের মান নির্ধারণ করবে।”

তিনি বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোসহ অন্য যেসব ইইউ নেতা চীন সফর করছেন তারাও একই বার্তা বহন করছেন।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায়, আবেদন জমা দেয়ার এক বছরের কম সময়ের মধ্যে নেটোর সদর দপ্তরে ফিনল্যান্ডের পতাকা উড়লো। এই অনুষ্ঠানটি হলো ৪ এপ্রিল, যা নেটোরও জন্মদিন। ৭৪ বছর আগে, ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে নেটো আত্মপ্রকাশ করে।

সোমবার রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে, নেটো যদি তার ৩১তম সদস্য-রাষ্ট্র ফিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করে বা কোনো সরঞ্জাম পাঠায় তবে তারা ফিনল্যান্ডের কাছে তাদের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করবে।

নেটো বলেছে, ফিনল্যান্ডে তাদের উপস্থিতি বাড়ানোর তাৎক্ষণিক কোনো ইচ্ছা নেই। কিছু সদস্য গত কয়েক বছর ধরে যুদ্ধ মহড়ার জন্য সেখানে তাদের সেনা মোতায়েন করেছে।

সুইডেনও ফিনল্যান্ডের পাশাপাশি নেটোতে যোগদানের জন্য আবেদন করেছিলো। তুরস্কের আপত্তির কারণে তাদের আবেদন অনুমোদনের গতি মন্থর হয়ে আছে। তুরস্কের অভিযোগ, তারা সন্ত্রাসবাদী হিসেবে বিবেচনা করে এমন গোষ্ঠীগুলোর প্রতি সুইডেন খুব নম্র আচরণ করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি,এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG