অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের অভিযানে সিরিয়ায় আইসিস নেতা নিহত


সিরিয়া ও এর রাজধানী দামেস্কের স্থান নির্দেশক মানচিত্র
সিরিয়া ও এর রাজধানী দামেস্কের স্থান নির্দেশক মানচিত্র

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের দেওয়া বিবৃতিতে এই জঙ্গি নেতাকে খালিদ আইদ আহমাদ আল-জাবুরি নামে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে, তিনি “ইউরোপে আইসিসের হামলার পরিকল্পনার জন্য দায়ী ছিলেন এবং একইসঙ্গে তিনি আইসিসের নেতৃত্বের অবকাঠামো তৈরি করেন”।

বিবৃতিতে সোমবারের হামলাটি কোথায় হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। ব্রিটেন -ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা গ্রাম কেফতিনের কাছাকাছি জায়গায় ড্রোন হামলায় ১ ব্যক্তি নিহত হয়েছেন।

সেন্টকম কমান্ডার এরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, “এ অঞ্চল এবং এ অঞ্চলকে ছাড়িয়ে অন্যান্য অঞ্চলের প্রতি হুমকি হিসেবে আইসিসের কার্যক্রম অব্যাহত রয়েছে”। এরিক আরও জানান, “যদিও (এই সংগঠনের কার্যক্রম) হ্রাস পেয়েছে , তবুও সংগঠনটি মধ্যপ্রাচ্যকে ছাড়িয়ে অন্যান্য জায়গায় হামলা চালানোর উদ্দেশ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে”, ।

"

এ হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ প্রতিবেদনের কিছু তথ্য দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG