বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব সংগঠনের একটি সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল বক্তব্য দেওয়ার সময় সেখান থেকে ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) কুমিল্লায় টাউন হল মিলনায়তনে বিএনপির যুব সংগঠন যুবদলের কুমিল্লা বিভাগীয় অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
এ সময় পুলিশের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে ইফতার মাহফিল বানচাল হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন টুকুর বক্তব্যের পর তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এরপর
তারেক রহমান তাঁর বক্তব্য শুরু করলে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক তপন বাগচী টাউন হলে প্রবেশ করেন। এ সময় পুলিশ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বলে জানান তারা।
পরে ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, (সমাবেশে অনলাইনে) তারেক রহমানের যোগদানের কথা ছিল না। তাদের ইফতার মাহফিল করার কথা ছিল। তারেক রহমান যোগ দিলে পুলিশ হস্তক্ষেপ করে।
এ সময় পুলিশের সঙ্গে যুবদলের নেতা-কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সংঘর্ষে জড়িত ২০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।