অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে বিক্ষোভে অন্তত ৫৩৭ জন নিহত: মানবাধিকার গোষ্ঠী



এই ছবি এমন একজন ব্যক্তির তোলা যিনি অ্যাসোসিয়েটেড প্রেস কর্তৃক নিযুক্ত নন। ছবিটি ইরানের বাইরে থেকে এপির সংগ্রহ করা। ইরানের তেহরানে দেশটির নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ করছেন ইরানিরা। ১ অক্টোবর ২০২২। ফাইল ছবি।
এই ছবি এমন একজন ব্যক্তির তোলা যিনি অ্যাসোসিয়েটেড প্রেস কর্তৃক নিযুক্ত নন। ছবিটি ইরানের বাইরে থেকে এপির সংগ্রহ করা। ইরানের তেহরানে দেশটির নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদ করছেন ইরানিরা। ১ অক্টোবর ২০২২। ফাইল ছবি।

ইরানের নিরাপত্তা বাহিনী সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্ষোভ দমন করতে গিয়ে অন্তত ৫৩৭ জনকে হত্যা করেছে। একটি মানবাধিকার গোষ্ঠী মঙ্গলবার (৪ এপ্রিল) এ কথা জানিয়েছে।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) আরও বলেছে, এই সময়ের মধ্যে বিক্ষোভ করার অভিযোগে ৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। একই সময়ে অন্য বিভিন্ন অভিযোগে ৩০০ জনেরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। যা সমাজকে "ভয় দেখানোর" একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইরানে নারীদের জন্য কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর এই বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা শুধু নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব পরার বাধ্যবাধকতার অবসানই নয়, বরং ১৯৭৯ সাল থেকে শাসন করা ইরানের ইসলামি ধর্মতন্ত্রকে উৎখাত করার আহ্বান জানিয়ে রাস্তায় নেমে আসে।

এর প্রতিক্রিয়ায় ইরানি কর্তৃপক্ষ দমন-পীড়ন শুরু করে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, দেশজুড়ে বিক্ষোভকারীদের সরাসরি গোলাবারুদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইএইচআরের আগের হিসাবে নিহতের সংখ্যা ৪৮৮ জন বলা হয়েছিল। কিন্তু এখন সংস্থাটি বলছে যে, তারা যাচাই করে দেখেছে নিহত বিক্ষোভকারীর সংখ্যা ৫৩৭।

আমিনির মৃত্যুর ২০০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে আইএইচআর জানায়, সেপ্টেম্বরের শেষ দিকে সবচেয়ে বেশি ২২৩ জন, অক্টোবরে ১০০ জন এবং নভেম্বরে ১৭৩ জন মারা গেছেন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে, যেখানে বালুচ সুন্নি সংখ্যালঘুরা প্রতি সপ্তাহে বিক্ষোভ করেছে। সেখানে মৃতের সংখ্যা ১৩৪।

তেহরানে কমপক্ষে ৬৯ জন এবং কুর্দিস্তান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে যথাক্রমে ৫৭ ও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ দু’টি প্রদেশে প্রধানত কুর্দি সম্প্রদায়ের বসবাস।

বিক্ষোভ-সম্পর্কিত মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দেয়। আইএইচআর এই ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে “শো ট্রায়াল” হিসেবে বর্ণনা করেছে।

কিন্তু গ্রুপটি বলেছে, একই সময়ে ৩০৯ জনকে অন্য বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮০ জনকে মাদক সম্পর্কিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মানবাধিকার গোষ্ঠিটি বলছে, এটিই প্রমাণ করে ইরানে মৃত্যুদণ্ড কীভাবে "সমাজকে ভয় দেখানোর হাতিয়ার" হিসেবে ব্যবহৃত হয়।

XS
SM
MD
LG