অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান নারীদের জাতিসংঘে কাজ করা নিষিদ্ধ করেছে তালিবান


Fআফগানিস্তানের কাবুলে ডব্লিউএইচপি-র পরিচালিত একটি ক্লিনিকে একজন আফগান নারীকে একজন পুষ্টিবিদ পরীক্ষা করছেন। ২৬ জানুয়ারি, ২০২৩। ফাইল ছবি।
Fআফগানিস্তানের কাবুলে ডব্লিউএইচপি-র পরিচালিত একটি ক্লিনিকে একজন আফগান নারীকে একজন পুষ্টিবিদ পরীক্ষা করছেন। ২৬ জানুয়ারি, ২০২৩। ফাইল ছবি।

আফগানিস্তানের তালিবান কর্মকর্তারা জাতিসংঘকে জানিয়েছেন, তারা আফগানিস্তানে জাতিসংঘের জন্য নারীদের কাজ করা নিষিদ্ধ করেছে। মঙ্গলবার জাতিসংঘ দেশটির নারীদের অধিকার এবং চলাফেরায় সীমাবদ্ধতা সংক্রান্ত তালিবানের সর্বসাম্প্রতিক আদেশ সম্পর্কে এ সংবাদ জানায়।

সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছিল যে, বিশেষ এই নিষেধাজ্ঞাটি আসবে।

২০২২ সালের ২৪ ডিসেম্বর আফগান দেশীয় এবং আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠীর সাথে নারীদের কাজ করা নিষিদ্ধ করেছিল তালিবান। কিছু আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এই নির্দেশের পরে তাদের কার্যক্রম স্থগিত করেছে। জাতিসংঘ সেই সময়ে আশঙ্কা করেছিল, পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থাগুলোর ক্ষেত্রে এই নিয়ম চালু হবে, যা এখন কার্যকর হলো।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএ- তাদের প্রাথমিক বিবৃতিতে “গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে যে, জাতিসংঘের নারী কর্মীদেরকে নানগারহার প্রদেশে কাজে যোগ দিতে বাধা দেয়া হচ্ছে।”

ইউএনএএমএ এবং ডুজারিক উভয়েই জাতিসংঘের কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য নারূ কর্মীদের জটিল মূল্যের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির অনুমান, প্রায় ২ কোটি আফগান চরমভাবে খাদ্য-অনিরাপত্তায় আছে। এর মধ্যে ৬০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির দ্বারপ্রান্তে রয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘের প্রায় ৪ হাজার কর্মী রয়েছে, যার মধ্যে ৩ হাজার ৩০০ জন আফগান নাগরিক। তাদের মধ্যে প্রায় ৪০০ জন আফগান নারী এবং ২০০ জন আন্তর্জাতিক নারী কর্মী রয়েছে।

XS
SM
MD
LG