অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন


ফরজা ইতালিয়া দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লার সঙ্গে বৈঠকে অংশ নিতে রোমের কিরিনালে প্রাসাদে এসে পৌঁছান (ফাইল ছবি ১ অক্টোবর, ২০২২)
ফরজা ইতালিয়া দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লার সঙ্গে বৈঠকে অংশ নিতে রোমের কিরিনালে প্রাসাদে এসে পৌঁছান (ফাইল ছবি ১ অক্টোবর, ২০২২)

শ্বাসকষ্টে ভুগে ইতালির চার বারের সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি মিলানের স্যান রাফায়েল হাসপাতালের হৃদরোগ বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

৮৬ বছর বয়সী ধনাঢ্য ব্যক্তি ও গণমাধ্যম টাইকুন হিসেবে পরিচিত বার্লুসকোনি সাম্প্রতিক বছরগুলোতে বার বার স্বাস্থ্যগত সমস্যায় ভুগেছেন। মাত্র গত সপ্তাহেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

বার্লুসকোনির ফরজা ইতালিয়া দল প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির ডানপন্থী মৈত্রীর অংশ হলেও তার কোনো আনুষ্ঠানিক সরকারি দায়িত্ব নেই।

বার্লুসকোনি তার বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রচুর ধনসম্পদের মালিক হন। ইউরোপীয় ফুটবলের চ্যাম্পিয়ন দল এসি মিলানের মালিক হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। ১৯৯৪ সালে দুর্নীতির কেলেঙ্কারিতে আগের সরকার ক্ষমতাচ্যুত হলে তিনি রাজনীতিতে প্রবেশ করেন।

বার্লুসকোনির স্বাস্থ্যের অবনতি হচ্ছে। ২০১৬ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয় এবং একইসঙ্গে তিনি প্রস্টেট ক্যান্সারেও ভুগছেন। ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত কয়েক বছর তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ইতালির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি নিঃশ্বাস নিতে সমস্যা বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

সান রাফায়েল হাসপাতালের কাছে মন্তব্য চাওয়া হলে তারা সাড়া দেয়নি। বুধবার সন্ধ্যায় বার্লুসকোনির সর্বশেষ পরিস্থিতি বিষয়ে একটি বিবৃতি প্রকাশের কথা রয়েছে।

XS
SM
MD
LG